অ্যাকসেসিবিলিটি লিংক

বজরং পুনিয়া: জাগ্রেব আন্তর্জাতিক আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুনিয়া সহ চার কুস্তিগিরের


ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।
ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া।

ভারতের সর্বভারতীয় কুস্তি ফেডারেশনে নতুন সভাপতি নির্বাচন, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ না নেওয়া, ফেডারেশনের কাজে স্বচ্ছতা ইত্যাদি নিয়ে ভারতীয় কুস্তিতে বিতর্ক ও কুস্তিগিরদের আন্দোলন চলমান।

এবার এই আন্দোলনের অন্যতম মুখ বজরং পুনিয়া সহ দেশের আরও চার কুস্তিগির জাগ্রেব আন্তর্জাতিক আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিলেন।

এই চার কুস্তিগির হলেন অমিত পাঙ্গাল, পূজা গেহলট, মানসী আওলিহায়াট ও কিরণ সিং। মোট ১৩ জনের ভারতীয় দল ঘোষণা করেছিল অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটি। কিন্তু বজরং পুনিয়া সহ বাকি চার কুস্তিগির সেই দলের হয়ে নিজেদের বিবেচনা করতে নিষেধ করে দিয়েছেন।

ভারতের প্রথম সারির কুস্তিগিররা মনে করছেন যে এখনও সমস্যার সমাধান হয়নি। ব্রিজভূষণ সিংয়ের প্রভাব থেকে মুক্ত নয় কুস্তি। যতদিন না এই বিজেপি সাংসদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নেবে ততদিন এই বিদ্রোহ, প্রতিবাদ জারি থাকবে কুস্তিগিরদের।

বজরং পুনিয়ারা গত ছয় মাসের মতো দীর্ঘ সময় ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা প্রথমে দিল্লির যন্তর মন্তর অঞ্চলে ধর্নায় বসেছিলেন গত বছরের টানা বিক্ষোভ অবস্থান চালান।

তারপর সম্প্রতি বজরং পুনিয়া পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রীর দফতরের সামনে রেখে এসেছিলেন। সাক্ষী মালিকের মতো তারকা অবসর নিয়ে নিয়েছেন ব্রিজভূষণ সিংয়ের যৌন হয়রানি ও তারই ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিবাদে। ভিনেশ ফোগাট নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার নামিয়ে রেখে আসেন রাজধানীর কর্তব্য পথে।

এবার এই আন্তর্জাতিক আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কুস্তিগিরেরা, যেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে অ্যাড হক কমিটি জাতীয় দল বাছাই করেছিল। বর্তমানে অনিয়মের অভিযোগে নব নির্বাচিত সভাপতি সহ গোটা কুস্তি ফেডারেশনকেই সাসপেন্ড করে রেখেছে ক্রীড়ামন্ত্রক।

XS
SM
MD
LG