অ্যাকসেসিবিলিটি লিংক

লোকসভা নির্বাচনের আগে বিহারে দূরত্ব বাড়ছে নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবের


লোকসভা নির্বাচনের আগে বিহারে দূরত্ব বাড়ছে নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবের।
লোকসভা নির্বাচনের আগে বিহারে দূরত্ব বাড়ছে নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবের।

বিহারে রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে বিগত বেশ কয়েক মাস দেখা ও কোনও রকম কথা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। গত ডিসেম্বর মাসে দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলির বৈঠকে দু’জনেই হাজির ছিলেন।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ডিসেম্বর মাসে চারটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে হাজির হননি।

আগামী ৬ জানুয়ারি তেজস্বী যাদবের ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। সেই সফর তিনি বাতিল করে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, "এখন রাজ্যের বাইরে থাকা ঠিক হবে না, তাই বিদেশ সফর বাতিল করেছি।"

লালুপ্রসাদ যাদবের রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি পাঠিয়ে দাবি করেছে অবিলম্বে মন্ত্রীসভার সম্প্রসারণ করার জন্য। তাদের দাবি আরজেডি-র আরও চারজনকে মন্ত্রী করতে হবে।

নীতীশ কুমার-লালুপ্রসাদ যাদবের মধ্যে রাজনৈতিক দূরত্ব ক্রমবর্ধমান। নীতীশ কুমার তার দল জনতা দল ইউনাইটেড-এর সভাপতির পদ থেকে লালন সিং-কে সরিয়ে নিজেই সভাপতি হয়েছেন। লালন সিংকে সরানোর কারণ হিসাবে বিহারের মুখ্যমন্ত্রী দলের অভ্যন্তরেবলেছেন, অপসারিত সভাপতি লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিলেন, তার কথায় চলছিলেন, দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছিলেন।

এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বিহারের রাজনীতিতে বর্তমান মহাগঠবন্ধন সরকার নিয়ে জল্পনা বাড়ছে।

কিছু দিন আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ পাটনায় নীতীশ কুমারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। হরিবংশ রাজ্যসভায় গিয়েছেন জনতা দল ইউনাইটেডের টিকিটে। তিনি নীতীশ এবং নরেন্দ্র মোদী, দু’জনেরই ঘনিষ্ঠ। পাটনায় মুখ্যমন্ত্রীর বাংলোয় হরিবংশের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে সে ব্যাপারে দলকেও কিছু জানাননি নীতীশ কুমার।

XS
SM
MD
LG