সদ্য সমাপ্ত ২০২৩ সালের শুরুতেই, জানুয়ারি মাস থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরূদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রাজধানী দিল্লির পথে ধর্ণা অবস্থান, আন্দোলন শুরু করেন ভারতীয় কুস্তিগিররা। এই আন্দোলনের অন্যতম জাতীয় ও আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট প্রমুখ।
এরপর সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে। সেই সবকিছুর মধ্যে কোথাও গিয়ে থমকে গেছে ভারতীয় কুস্তি। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে নতুন করে ফের প্রতিযোগিতা শুরু করার আর্জি জানালেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া।
কুস্তি ফেডারেশনের সভাপতি বা অন্যান্য পদে সদস্য না থাকলে কোনও ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। সেই কারণেই ভারতীয় কুস্তি অনেকটা পিছনে পড়ছে বলে মনে করছেন বজরং।
তিনি বলেছেন, "বেশ কয়েকমাস ধরে ভারতে কুস্তির সমস্তরকম কার্যক্রম স্থগিত হয়ে আছে। খেলোয়াড়দের (প্যারিস অলিম্পিক্সের জন্য) প্রস্তুত করার জন্য কোনও ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে না।"
বজরং আরও মনে করিয়ে দিয়েছেন অলিম্পিক্সের আর মাত্র ৭ মাস বাকি। এখন থেকেই যদি প্রস্ততি শুরু না করা যায়, তবে তা অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কুস্তিগিররা সমস্যায় পড়তে পারেন।
শেষ চারটি অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিররা টানা পদক জিতেছেন, সেই ধারা ধরে রাখা দরকার বলেও মনে করেন বজরং। এরপরই তিনি ভারতের কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রীকে অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব কুস্তির যাবতীয় কাজকর্ম শুরু করার।
ভারতে কুস্তিগিরদের চলমান আন্দোলনের অন্যতম মুখ বজরং পুনিয়া। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংয়ের বিরোধিতা করে সম্প্রতি তিনি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত বছরের শুরু থেকে কুস্তিগিরদের যে আন্দোলন শুরু হয় তাতে দাবি ছিল, যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে সভাপতি পদ থেকে সরাতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কুস্তি ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করেও চাপানউতোর চলে। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে কুস্তিগিরদের আন্দোলনের মুখে বাধ্য হয়েই সভাপতি পদ থেকে সরানো হয়।
কিন্তু সময়ে নির্বাচন না হওয়ায় আন্তর্জাতিক কুস্তি সংস্থা খুশি ছিল না ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর। নির্বাসনে পাঠানো হয় ভারতীয় কুস্তি ফেডারেশনকে। অনেক জটিলতা কাটিয়ে ফেডারশনের নির্বাচন শেষ পর্যন্ত হয়।
গত ২১ ডিসেম্বর সর্বভারতীয় কুস্তি ফেডারশনের নির্বাচন হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং।
যদিও নবনির্বাচিত ফেডারেশন বোর্ডের মেয়াদ ছিল মাত্র দু'দিন। নিয়মবহির্ভূত কাজের জন্য গোটা কমিটিকেই আপাতত বরখাস্ত করে দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় কুস্তির ভবিষ্যৎ।