সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এবার দেশের রেশন দোকানগুলিতে থাকবে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি-ডি কাটআউট। তাতে লেখা থাকবে, "বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদী।"
আগামী লোকসভা নির্বাচনের আগে এই প্রচার কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-কে।
এই ব্যাপারে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের তরফে দেশের বিভিন্ন রাজ্যের রেশন দোকানগুলির কাছে নির্দেশ গিয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, বাধ্যতামূলকভাবে প্রত্যেক গ্রাহককে ছবির মতো এটা দেখাতে হবে এবং বোঝাতে হবে যে বিনামূল্যে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
সারা ভারতের এক হাজারটি জায়গায় এমন সেলফি পয়েন্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরজন্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ২২ কোটি খরচ হবে।
এছাড়াও দেশের ৫ লক্ষের বেশি রেশনে দোকানের সামনে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র ব্যানার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের তরফে।
তবে কেন্দ্রের এমন নির্দেশ মানতে অসম্মতি জানিয়েছে দেশের অবিজেপি রাজ্যগুলি। কারণ কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্যের অনুদান থাকে। ফলে 'মোদী একা করছেন' - এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও তেলেঙ্গানা-র মতো অবিজেপি রাজ্যগুলি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের নির্দেশ মানতে রাজি নয়। এই পরিস্থিতিতে কী করণীয়, তা খাদ্যমন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্র।