কোনও গুরুতর অসুস্থ রোগীকে তার কিংবা আত্মীয়দের সম্মতি ছাড়া ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ভর্তি অথবা স্থানান্তরিত করা যাবে না। সম্প্রতি এমনই গাইডলাইন প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
অনেক সময় বেসরকারি হাসপাতালগুলিতে রোগীকে বা তার পরিবারকে না জানিয়ে আইসিইউতে ভর্তি কিংবা সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করার অভিযোগ সামনে আসে। এই ধরনের সমস্ত অভিযোগের সমাধানেই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
২৪ জন চিকিৎসকের একটি কমিটি গড়া হয়। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে একটি গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই কমিটি।
এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আইসিইউ-তে ভর্তির নিয়মকানুন। রোগীকে কখন আইসিইউ-তে রাখা যাবে না, একইসঙ্গে ঠিক কোন কোন পরিস্থিতিতে রোগীকে আইসিইউ-তে রাখার প্রয়োজন রয়েছে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এই নির্দেশিকায়।
নির্দেশিকায় রোগীদের ক্ষেত্রে বেশ কিছু পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। একমাত্র সেই পরিস্থিতিতেই রোগীকে আইসিইউ-তে রাখা যাবে।
যেমন, রেসপিরেটরি সাপোর্ট অর্থাৎ শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যা আছে এমন রোগীকে আইসিইউ-তে রাখা যাবে।
ইনটেনসিভ কেয়ার জরুরি এমন কোনও গুরুতর রোগ (সিভিয়ার অ্যাকিউট ইলনেস) হলে রোগীকে আইসিইউ-তে রাখা যাবে।
অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা গুরুতর হলে বা অস্ত্রোপচারের সময় রোগীর কোনও বড় সমস্যা হলে তাকে আইসিইউ-তে স্থানান্তর করা যাবে বলেও এই নির্দেশিকায় জানানো হয়েছে।
কোনও মহামারীর পরিস্থিতিতে আইসিইউতে ভর্তির ক্ষেত্রে চিকিৎসকদের নিজস্ব বিবেচনা কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
তবে নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, যে কোনও ক্ষেত্রেই আইসিইউ-তে ভর্তির জন্য রোগী কিংবা তার পরিবারের সম্মতিকে প্রাধান্য দিতে হবে।