অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় নৌসেনা: সিনিয়র অফিসারদের অ্যাডমিরাল ব্যাজ এবার ছত্রপতি শিবাজির রাজমুদ্রার নকশা


ভারতীয় নৌসেনার কাঁধের ব্যাজে এবার ছত্রপতি শিবাজির রাজমুদ্রার নকশা।
ভারতীয় নৌসেনার কাঁধের ব্যাজে এবার ছত্রপতি শিবাজির রাজমুদ্রার নকশা।

ভারতীয় নৌসেনার কাঁধের ব্যাজ সবসময়ই কোনও না কোনও বার্তা বহন করে। এবার ভারতীয় নৌসেনার ব্যাজের সঙ্গে জুড়ে যাচ্ছেন ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজ।

ভারতীয় ইতিহাসে ছত্রপতি শিবাজির অবদান অনস্বীকার্য। ভারতীয় নৌসেনার সিনিয়র অফিসারদের অ্যাডমিরাল ব্যাজ-এর ডিজাইনে এবার ছত্রপতি শিবাজির রাজমুদ্রার ডিজাইন শোভা পাবে। শুক্রবার ২৯ ডিসেম্বর এই নতুন ডিজাইন প্রকাশ করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর, নৌসেনা দিবস পালিত হয় মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি ঘোষণা করেছিলেন, ভারতীয় সংস্কৃতি অনুসারে নৌবাহিনীতে পদের নামকরণ করা হবে।

প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে আরও বলেছিলেন, নৌবাহিনীর অফিসাররা যে এপুলেট পরেন, তাতে এখন থেকে ছত্রপতি শিবাজি মহারাজের সেনাবাহিনীর প্রতীক থাকবে।

তারপর থেকেই নৌবাহিনীর সিনিয়র অফিসারদের অ্যাডমিরাল ব্যাজের নকশা নিয়ে চিন্তা, পরিকল্পনা শুরু হয়। শুক্রবার যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ রয়েছে, নকশাটি ছত্রপতি শিবাজি মহারাজের রাজমুদ্রার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।

রাজমুদ্রা অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ তার চিঠিপত্র এবং অধ্যাদেশে যে স্ট্যাম্প ব্যবহার করতেন সেখানেই দেখা যেত এই বিশেষ নকশা। রাজমুদ্রায় মুদ্রিত বেশ কিছু অক্ষর আছে। এই রাজমুদ্রা শিবাজি পেয়েছিলেন তার বাবা শাহাজিরাজে ভোসলের থেকে।

১৬৫৯ সালে প্রতাপগড়ের ঐতিহাসিক যুদ্ধে জয় পেয়েছিল মারাঠ সেনারা। সংখ্যায় কম থাকলেও শিবাজির রণকৌশলের জোরে মারাঠা সেনারা আফজল খানের আদিলশাহী বাহিনীকে পরাজিত করেছিল। মারাঠা বাহিনীর সেই জয় মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ছত্রপতি শিবাজির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার পরাক্রম এবং রণনীতির খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র।

XS
SM
MD
LG