অ্যাকসেসিবিলিটি লিংক

অমৃতভারত: দূরপাল্লার ট্রেনে নবতম সংযোজন, বাড়ছে যাত্রী স্বাচ্ছন্দ্য


অমৃত ভারত এক্সপ্রেস।
অমৃত ভারত এক্সপ্রেস।

সাম্প্রতিক সময়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে ভারতীয় রেল পরিষেবায় বেশ কিছু নতুন সংযোজন হয়েছে। শুরু হয়েছে দূরপাল্লার ট্রেন - বন্দে ভারত। এই ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে বেশি হলেও এর গতিবেগ বেশি, যাত্রী স্বাচ্ছন্দ্য ও খাবার অন্য বেশ কিছু ট্রেনের তুলনায় ভাল। দেশের যে ক'টি রুটে বন্দে ভারত চলে, তার সব ক'টিতে অক্যুপেন্সি রেট সমান নয়।

এবার দূরপাল্লার ট্রেনে নতুন সংযোজন হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রঙ হবে অনেকটা ফ্লুরোসেন্ট কমলা ধরনের। খুব তাড়াতাড়ি অমৃতভারত-এর সূচনা করবেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তার আগে ট্রেনের ট্রায়াল ও অন্যান্য সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, যে সব দূরপাল্লার রুটে এই ট্রেন চলবে সেখানে যাত্রার সময় অন্তত ২ ঘণ্টা কমে যাবে।

এই ট্রেনের নন এসি কামরাতেও যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যাপারে এই ট্রেনে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ভাড়াও কম রাখা হচ্ছে।

এই ট্রেনে চড়ার জন্য র‍্যাম্প-এর ব্যবস্থা থাকছে। যাতে প্রবীণ নাগরিক বা প্রতিবন্ধী মানুষদের ট্রেনে উঠতে অসুবিধা না হয়। হুইল চেয়ারও উঠে যাবে এই ট্রেনের কামরায়।

কেন এই ট্রেন অন্যদের তুলনায় দ্রুত গতিতে চলবে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, এতে পুশ-পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই এর অ্যাকসিলারেশন তথা ত্বরণ দ্রুত হবে। এতে দরজা থাকবে বেশ চওড়া, জানালাও রাখা হচ্ছে বড়।

XS
SM
MD
LG