রবিবার ১৯ নভেম্বর আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর শুধু যে ভারতের সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন তাই নয়, এই পরাজয়কে কেন্দ্র করে চাপান-উতোর চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আয়োজন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সেই বিতর্ক আরও উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হত তা হলে ভারত জিতত।” তিনি এও বলেন, “আমাদের খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিচ্ছে। ওরা পরতে চায়নি। তার পরেও নীল জার্সির মধ্যে গেরুয়া লাগিয়ে দিয়েছে।” নাম না করে কেন্দ্রের শাসক দলকে 'পাপিষ্ঠ' বলেও সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
বিরোধীদের বক্তব্য, বিশ্বকাপ নিয়ে বিজেপি অনেক দিন ধরে পরিকল্পনা করেছিল। প্রথমে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের সংস্কার করে তার নামকরণ নরেন্দ্র মোদীর নামে করা হয়। তার পর বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ দুটোই ফেলা হয় সেই স্টেডিয়ামে। যা বিশ্বকাপের ইতিহাসে কখনও ঘটেনি। বোর্ডের সচিবের পদে থেকে সেই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।
এর আগে প্রধানমন্ত্রীর নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বোঝাতে চান ফাইনালে নরেন্দ্র মোদীর উপস্থিতি ভারতের জন্য শুভ ছিল না। টিপ্পনি করে তিনি বলেন, "আমাদের ছেলেরা ভালই খেলছিল। কিন্তু স্টেডিয়ামে এক অপয়া বসেছিল। তার জন্যই ভারত হেরে গেল।"
তার এই মন্তব্যে আপত্তি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। শুক্রবার ২৪ নভেম্বরের মধ্যে রাহুল গান্ধীকে এই বিষয়ে নিজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
অন্যদিকে ফাইনালে ভারতের হারের জন্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
উত্তর-পূর্বে ভারতের এই বিজেপি নেতার দাবি, “গত রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এর পিছনে সবথেকে বড় কারণ হল সেদিন ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল। আমরা কেন এমন অপ্রত্যাশিতভাবে ম্যাচ হেরেছি সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম, ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল।কোহলিরা ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপ ফাইনাল খেললেন। আর সে কারণেই ভারত বিশ্বকাপ জিততে ব্যর্থ হল।”
তিনি আরও বলেন, “বিসিসিআইয়ের কাছে আমার একটা অনুরোধ আছে। যেদিন গান্ধী পরিবারের কোনও সদস্যদের জন্মদিন থাকবে, অনুগ্রহ করে সেই দিনে ভারতের কোনও খেলা রাখবেন না। আমি বিশ্বকাপ ফাইনাল থেকে এই শিক্ষাটা পেলাম।”