অ্যাকসেসিবিলিটি লিংক

অতিরিক্ত ছ'টি দাঁত, মহিলাদের বিভাগে গিনেস রেকর্ড ভারতের কল্পনা বালানের


ভারতের কল্পনা বালানের দাঁতের সংখ্যা ৩৮, এই কারণেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন।
ভারতের কল্পনা বালানের দাঁতের সংখ্যা ৩৮, এই কারণেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন।

ভারতের কল্পনা বালান শুধুমাত্র দাঁতের কারণেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলার জন্য কোনও অতিরিক্ত পরিশ্রম করতে হয়নি তাকে। সাধারণ মানুষের মুখে ৩২টি দাঁত থাকে, কল্পনার দাঁতের সংখ্যা ৩৮। আর এ কারণেই বিশ্বরেকর্ড করেছেন তিনি।

কল্পনা বলেছেন, ছোট থেকেই এই অস্বাভাবিকতা বুঝতে পারেন তার পরিবারের লোকজন। বাচ্চাদের ধীরে ধীরে যেমনভাবে দাঁত গজায়, কল্পনার ক্ষেত্রে তা হয়েছিল অনেক দ্রুত। বয়স বাড়তেই দেখা যায় ৩২ পাটি নয়, রীতিমতো ৩৮ পাটি দাঁত রয়েছে কল্পনার। এই অতিরিক্ত ৬টি দাঁত তুলতে অনেকবারই ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। তবে ডাক্তাররা এই বিরল ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে চাননি। তারা দাঁতগুলো রেখে দেওয়ারই পরামর্শ দেন কল্পনাকে। এই অতিরিক্ত ৬টি দাঁতের জন্যই গিনেস বুকে নাম তুলে ফেললেন কল্পনা।

কল্পনা বালানের নীচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। কল্পনা বলেছেন, "ছোটবেলায় খুব সমস্যা হত। খাবার চিবোনোর সময় ব্যথা করত। তবে এখন আর কোনও সমস্যা নেই।"

কল্পনা বলেন, “আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।” ভবিষ্যতে কল্পনার এই রেকর্ড আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তাদের ধারণা, কল্পনার মুখে আরও দাঁত গজাতে পারে।

এই বিভাগে পুরুষদের রেকর্ড আলাদা। মহিলাদের মধ্যে কল্পনা এগিয়ে থাকলে পুরুষদের মধ্যে এগিয়ে আছেন কানাডার ইভানো মেলোন। তার দাঁতের পাটিতে রয়েছে ৪১ টি দাঁত।

৩২টির থেকে বেশি দাঁত থাকার এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানে হাইপারডন্টিয়া বলে। হাইপারডন্টিয়ার নির্দিষ্ট কারণ এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। তবে অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। সারা বিশ্বের মোট জনসংখ্যার ৩.৮ শতাংশ মানুষের এক বা একাধিক এমন দাঁত রয়েছে।

XS
SM
MD
LG