অ্যাকসেসিবিলিটি লিংক

জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে সমাবেশ, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি


জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে শত শত বিক্ষোভকারি গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দাবি করেন। ২২ অক্টোবর ২০২৩।
জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে শত শত বিক্ষোভকারি গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দাবি করেন। ২২ অক্টোবর ২০২৩।

রবিবার জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে শত শত বিক্ষোভকারি গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভয়েস ফর ফ্রিডম কোয়ালিশন, যার মধ্যে কয়েকটি ক্রিশ্চান জায়নিস্ট সংগঠন আছে।

হামাসের হামলার পর থেকে নিখোঁজ কয়েকজনের পরিবারের সদস্য জেনেভায় যাবার প্রেক্ষাপটে সমাবেশ অনুষ্ঠিত হলো। তারা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাথে দেখা করেন।

অনেক বিক্ষোভকারি ইসরাইলের পতাকা বহন করেন বা পরিধান করেন, নিখোঁজ ইসরাইলি এবং শিশুদের ছবির পোস্টার প্রদর্শন করেন।

কারো টি শার্টে লেখা ছিল 'সেট দেম ফ্রি' অর্থাৎ 'ওদের মুক্তি দাও'। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল 'নেভার এগেন ইজ নাউ', চিলড্রেন আর নট বার্গেনিং চিপ্স' ইত্যাদি।

সুইজারল্যান্ডে কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তার মধ্যে কিছু ফিলিস্তিনিদের পক্ষে, কিছু ইসরাইলের পক্ষে।

লুজানে এক বিক্ষোভে ৪,৫০০ থেকে ৫,০০০ মানুষ যোগ দেয়। তারা গাজায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি বোমা হামলা বন্ধের দাবি জানায়।

গত শনিবার জেনেভায় প্রায় ৬,০০০ বিক্ষোভকারি ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ করে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG