অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯; পাকিস্তানের মন্ত্রীর ভারতকে দোষারোপ


একটি ধর্মীয় গোষ্ঠীর সমর্থকরা পাকিস্তানের লাহোরে, মাস্তুং-এ শুক্রবারের ভয়াবহ বোমা হামলার নিন্দা জানাতে বিক্ষোভ করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৩।
একটি ধর্মীয় গোষ্ঠীর সমর্থকরা পাকিস্তানের লাহোরে, মাস্তুং-এ শুক্রবারের ভয়াবহ বোমা হামলার নিন্দা জানাতে বিক্ষোভ করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৩।

শনিবার পাকিস্তানের একটি মসজিদে বড় একটি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ হয়েছে। সরকার অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর সাথে ভারতের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ করেছে।

শুক্রবারের বিস্ফোরণটি বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে মাস্তুং-এর একটি মসজিদের মধ্য দিয়ে আঘাত করে। একজন বোমারু পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণ ঘটায়। সেখানে লোকজন নবী মুহাম্মদ (সাঃ)’এর জন্মদিন উপলক্ষ্যে একটি মিছিলের জন্য জড়ো হয়েছিল।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি গণমাধ্যমকে বলেন, “মাস্তুং আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে বেসামরিক, সামরিক এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান যৌথভাবে হামলা চালাবে।”

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর উল্লেখ করে তিনি বলেন, “আত্মঘাতী বোমা হামলায় ‘ জড়িত।”

তিনি তাদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রক এবং সরকারের একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে জবাব দেননি।

বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, শুক্রবার থেকে হাসপাতালে আরও সাতজন মারা গেছেন, আরও আহতদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার উত্তর খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে দ্বিতীয় হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

কোন হামলার দায়ই কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে জঙ্গি হামলার বৃদ্ধি জানুয়ারির জাতীয় ভোটের আগে নির্বাচনী প্রস্তুতি এবং জনসাধারণের মধ্যে প্রচারণার ওপর ছায়া ফেলেছে, তবে এখন পর্যন্ত আক্রমণগুলোর বেশিরভাগ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে।

XS
SM
MD
LG