অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় আশিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগদানের প্রচারপত্রে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখায় সরকারি শিলমোহর


জাকার্তার সম্মেলনের জন্য ভারত সরকার যে সব প্রচারপত্র ছাপিয়েছে সেখানে নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছে।
জাকার্তার সম্মেলনের জন্য ভারত সরকার যে সব প্রচারপত্র ছাপিয়েছে সেখানে নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ৬ অগাস্ট ভারতীয় সময় রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন। বৃহস্পতিবার সেখানে আশিয়ান দেশগুলির সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ৭ অগাস্ট-ই তার দেশে ফিরে আসার কথা।

সরকারি সূত্রের খবর, জাকার্তার সম্মেলনের জন্য ভারত সরকার যে সব প্রচারপত্র ছাপিয়েছে সেখানে নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে, ভারত সরকারের পরামর্শে সম্মেলনের নেমপ্লেটেও তার পরিচয়ে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা থাকবে। সে ক্ষেত্রে ইন্দোনেশিয়া হতে চলেছে বিদেশের মাটিতে ভারতের প্রধানমন্ত্রীকে সরকারিভাবে প্রথম ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ।

রাজনৈতিক মহল মনে করছে, মোদী সরকার এভাবেই কৌশলগতভাবে বিদায় দিচ্ছে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ কথাটি। আমন্ত্রক দেশ এবং সম্মেলনে উপস্থিত অন্য দেশের প্রধানেরাও নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে সম্মোধন করেন কিনা সেটাই এখন দেখার।

মঙ্গলবার ৫ অগাস্ট এই ব্যাপারে দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নিমন্ত্রণপত্র ঘিরে। জি-২০ দেশগুলির সম্মেলনে আগত বিদেশি অতিথি এবং দেশের সব মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের শনিবার ৯ অগাস্ট নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। নিমন্ত্রণপত্রে দৌপদী মুর্মুর পরিচয় হিসাবে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। তারপর থেকেই জোর আলোচনা শুরু হয় এই প্রশ্ন ঘিরে যে তাহলে এবার দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দিতে চলেছে কি না মোদী সরকার।

সারাদিন এই নিয়ে জল্পনা চলার পর মঙ্গলবার ভারতীয় সময় বেশি রাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, দেশের নাম থেকে ইন্ডিয়া শব্দ বাদ দেওয়ার কোনও ভাবনা সরকারের নেই। এটা নিছকই গুজব। তিনি বলেন, "আমি একই সঙ্গে মিনিস্টার অফ ইন্ডিয়া এবং মিনিস্টার অফ ভারত।"

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারনা মোদী সরকার সরকারি নথিপত্রে ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার বন্ধ করে দেবে। এভাবেই দেশের ‘ইন্ডিয়া’ নামটি ভুলে যাবে দেশবাসী, মনে করছে শাসকপক্ষ। তবে সরকারিভাবে ‘ইন্ডিয়া’ নাম থাকবে। সংবিধানে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ লাইনটির কোনও পরিবর্তন হচ্ছে না।

উল্লেখ্য, 'ইন্ডিয়া’ নয়, দেশের নাম শুধুই ভারত রাখার দাবিতে সদ্যই ফের সরব হয়েছে সঙ্ঘ পরিবার। আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি তোলেন, "ইন্ডিয়া নাম কেন থাকবে? দেশের শুধু ‘ভারত’ থাক। বাদ দেওয়া হোক ইন্ডিয়া।" তার কথায় সায় দিয়ে উত্তর প্রদেশের এক বিজেপি সাংসদ সংবিধান বদল করে দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার দাবিও তোলেন।

XS
SM
MD
LG