অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের আইনে আসছে বড় বদল: আসছে ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতের আইন ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আনতে চলছে কেন্দ্রের বিজেপি সরকার। ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইনে বদল আনতে চলেছে কেন্দ্র। শুক্রবার ১১ অগাস্ট লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি নতুন বিল পেশ করেছেন।

সেইসঙ্গে দেশের আইনব্যবস্থা থেকে সম্পূর্ণরূপে ‘রাষ্ট্রদ্রোহ আইন’ তুলে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সংসদে শাহ ঘোষণা করেন, ভারতীয় দণ্ডবিধি বা IPC, ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট— এই তিন আইনের পরিবর্তে নতুন তিনটি আইন আনা হবে। তার পেশ করা বিল অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির বদলে এবার সেটা হতে চলেছে ন্যায় সংহিতা। ক্রিমিনাল প্রসিডিউর কোড এবার হতে চলেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা।

তিনি আরও বলেন, "ওই আইনের অধীনে রাষ্ট্রদ্রোহের মতো আইন উৎখাত করা হবে। ১৮৬০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের অপরাধমূলক বিচার প্রক্রিয়া ব্রিটিশদের তৈরি আইনের ওপর ভিত্তি করেই হত। কিন্তু এবার থেকে সেটা নতুন আইনের ভিত্তিতে হবে। এই বিলগুলো স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমরা যে বিল আনতে চলেছি, তাতে দেশদ্রোহের মতো আইন তুলে নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে এমন আইন থাকতে পারে না।"

এছাড়াও গণপিটুনির মতো অপরাধের জন্য কঠোর শাস্তির কথা ঘোষণা করলেন অমিত শাহ। লোকসভায় তিনি বলেন, "এমন কোনও কার্যকলাপ যা ভারতের সার্বভৌমত্ব বা একতা বা অখণ্ডতাকে বিপন্ন করে তা মেনে নেওয়া হবে না। এইসব কাজের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ও জরিমানা হবে।এমনকী ফাঁসিও হতে পারে।"

XS
SM
MD
LG