অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে ১৭ জনের প্রাণহানী


ফাইলঃ ২০২২সালের ২৫ আগস্ট, বাংলাদেশের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জমায়েত হন রোহিঙ্গা শরণার্থীরা।
ফাইলঃ ২০২২সালের ২৫ আগস্ট, বাংলাদেশের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জমায়েত হন রোহিঙ্গা শরণার্থীরা।

বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে ১৭ জনের প্রাণহানী

উদ্ধারকারী কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন যে মিয়ানমার থেকে আসা সংখ্যালঘু রোহিঙ্গা আশ্রয়-প্রার্থীদের বহনকারী একটি নৌকা বঙ্গোপসাগরে ডুবে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন নিখোঁজ হয়েছেন।

শওয়ে ইয়াং মেট্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকবিয়ার লা জানিয়েছেন, গত সপ্তাহান্তে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বুথিডং শহর ত্যাগ করার সময়নৌকাটিতে প্রায় ৫৫ জন রোহিঙ্গা ছিলেন।

তিনি বলেন, সপ্তাহান্তে রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ের কাছে সাগরে যে দুর্ঘটনাটি ঘটে তা থেকেআটজন প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি বলেন, নৌকাটি মালয়েশিয়ার দিকে যাচ্ছিল এবং নৌকটি ঠিক ক’টার সময় ও কি কারণে ডুবে যায় তা এখনও জানা যায়নি।

বায়ার লা বলেন, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজধানী নেপিদো থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার(২০৮ মাইল) পশ্চিমে সিটওয়ের উপকূল থেকে ১০ নারীর মৃতদেহ সহ ১৭ জনের লাশ উদ্ধার করা গেছে।

তিনি জানান, যে আটজন প্রাণে বেঁচে যান তাদেরকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে গেছে। তিনি বলেন, উদ্ধারকর্মিরা এবং কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান অব্যাহত রেখেছে।

রাখাইন রাজ্যের অ্যাটর্নি জেনারেল হ্লা থেইন বলেছেন, সোমবার থেকে উপকূলে যে লাশ পাওয়া গেছে তার সঠিক সংখ্যা এবং অন্যান্য বিবরণ এখনও জানা যায়নি।

থেইন ফোনে বলেন, 'আমি শুধু শুনেছি নৌকাটি অবৈধভাবে ছেড়ে যায় এবং পরে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছে। ২০১৭ সালের আগস্ট মাসে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সেনাবাহিনী সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করার পর থেকে সাত লক্ষেরও বেশি মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শরনার্থি শিবিরে চলে যায়।

মিয়ানমারের সামরিক বাহিনী ঐ অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নির্মূল অভিযানে গণধর্ষন ও হত্যা করেছে এবং সংখ্যালঘুদের হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারসামরিক বাহিনীর এই অভিযানকে গণহত্যা হিসেবেআখ্যায়িত করেছে।

XS
SM
MD
LG