অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে 'পুরানো ও মুদ্রণ ত্রুটি'র কারণে পবিত্র কোরান পোড়ানোর প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ


বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি
বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পাঠ অযোগ্য কয়েক ডজন কোরান পোড়ানো হলে, এর প্রতিবাদে হাজার হাজার উত্তেজিত মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে, সোমবার পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তারা রবিবার থেকে সোমবার রাতভর "কমপক্ষে দশ হাজার বিক্ষুব্ধ জনতাকে" ছত্রভঙ্গ করতে, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়েছে। বিক্ষোভকারীরা পবিত্র গ্রন্থ ধ্বংসের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করছিল।

অন্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে কমপক্ষে ১৪ জন পুলিশ আহত হয়েছে। তবে বিক্ষোভকারীদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা, সে ব্যাপারে তাঁর বিস্তারিত কিছু জানা নেই।

বাংলাদেশের সবচেয়ে রক্ষণশীল অংশগুলির মধ্যে একটি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেট থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা বলেছে, ওই কোরানগুলো পোড়ানোর কারণ ছিল, সেগুলো "খুবই পুরানো হয়ে গিয়েছিল, এবং এর মধ্যে কয়েকটিতে মুদ্রণ ত্রুটি ছিল"।

অভিযুক্ত হিসেবে স্কুলের অধ্যক্ষ নুরুর রহমান এবং মাহবুব আলমের নাম উল্লেখ করে শেখ বলেন, "পোড়ানো কোরানের ৪৫টি কপি জব্দ করেছে" পুলিশ।

কিছু মুসলমান আলেম বলেছেন, যেসব কোরান আর পাঠযোগ্য নয়, সেগুলো সম্মানের সাথে ধ্বংস করা জায়েজ আছে।

প্রায় ১৭ কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের ৯০ শতাংশই মুসলমান, বাকিরা প্রধানত হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সহিংসতা দক্ষিণ এশিয়ার এই দেশটিতে খুবই সাধারণ ঘটনা। সামাজিক মাধ্যমে ইসলামকে উপহাস করে কথিত ব্লাসফেমি বা ধর্মঅবমাননামূলক এবং মানহানিকর পোস্টের গুজবের জেরে প্রায়ই আক্রমণের শিকার হয় দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী।

XS
SM
MD
LG