পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ যাত্রী নিহত ও অপর ৫০ জন আহত হয়েছেন। রবিবার পাকিস্তানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
জ্যেষ্ঠ রেল কর্মকর্তা মাহমুদুর রেহমান লাখো জানান, হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিলো। নওয়াবশাহ’র পার্শবর্তী সারহারি রেলস্টেশনের কাছে আসার পর রেলগাড়ির ১০টি বগি লাইনচ্যুত হয়। লাখো এই অঞ্চলের রেল বিভাগের দায়িত্বে রয়েছেন।
লাখো জানান, উদ্ধারকর্মীরা আহত যাত্রীদের নিকটবর্তী নওয়াবশাহ পিপলস হাসপাতালে নিয়ে যান।
অপর জ্যেষ্ঠ রেল কর্মকর্তা মোহসিন সায়াল জানান, মূল রেললাইনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। মেরামতের কাজের জন্য কয়েকটি রেলগাড়ি ঘটনাস্থলে পাঠানোর কারণে এই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। সায়াল বলেন, ট্রেনযাত্রীদের জন্য বিকল্প পরিবহন ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হচ্ছে।
পাকিস্তানে সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়া রেলপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটিতে ঔপনিবেশিক আমলের যোগাযোগ ব্যবস্থা ও রেল-সংকেত ব্যবস্থার আধুনিকায়ন করা হয়নি এবং নিরাপত্তার মানদণ্ড খুবই দুর্বল।