অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা : প্রতিশোধের হুমকি, সুরক্ষামূলক আদেশ জারির অনুরোধ কৌঁসুলিদের


ওয়াশিংটনের আদালতে হাজিরা দিতে, ভার্জিনিয়ার আর্লিংটনে, রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরে, অবতরণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ৩ আগস্ট, ২০২৩।
ওয়াশিংটনের আদালতে হাজিরা দিতে, ভার্জিনিয়ার আর্লিংটনে, রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরে, অবতরণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ৩ আগস্ট, ২০২৩।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার তত্ত্বাবধানে থাকা কৌঁসুলিরা তাদের আত্মরক্ষার্থে সুরক্ষামূলক আদেশ জারি করতে যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারকের প্রতি অনুরোধ জানিয়েছেন। এক অনলাইন পোস্টে কেউ তার পিছু লাগলে, চরম প্রতিশোধ নেয়া হবে বলে হুমকি দেন ট্রাম্প। এরপরই, আত্মরক্ষার্থে সুরক্ষামূলক আদেশ জারির অনুরোধ করেন বাদীপক্ষের ওই কৌঁসুলিরা।

২০২০ সালের নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে বাধা দেওয়ার অভিযোগে নিজেকে নির্দোষ ঘোষণার একদিন পর, মামলার বাদীপক্ষের কৌঁসুলিরা সুরক্ষামূলক আদেশ জারি করার জন্য শুক্রবার ওয়াশিংটনের ডিস্ট্রিক জজ তানিয়া চুটকানের প্রতি অনুরোধ জানান।

এই ধরনের সুরক্ষামূলক আদেশ ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। তবে কৌঁসুলিরা বলেছেন, এই আদেশ "এই ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।" কারণ ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় "সাক্ষী, বিচারক, অ্যাটর্নি এবং তার বিরুদ্ধে বিচারাধীন আইনী বিষয়গুলির সাথে যুক্ত অন্যদের" ব্যাপারে পোস্ট করেছেন।

বাদীপক্ষের কৌঁসুলিরা শুক্রবার সকালে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্টের দিকে বিশেষভাবে ইঙ্গিত করেন, ওই পোস্টে ট্রাম্প সমস্তটাই বড় হাতের অক্ষরে লিখেছিলেন, "কেউ যদি আমার পিছু লাগেন, মনে রাখবেন আমিও আপনাদের ছাড়বো না!"

বাদীপক্ষের কৌঁসুলিরা বলেছেন, তারা ট্রাম্পের আইনি দলের কাছে "উল্লেখযোগ্য" পরিমাণ প্রমাণ - "যার বেশিরভাগই সংবেদনশীল এবং গোপনীয় তথ্য অন্তর্ভুক্ত" হস্তান্তর করতে প্রস্তুত।

তারা বিচারককে বলেন, ট্রাম্প যদি বিচার বিভাগ দ্বারা প্রদত্ত গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট বা অন্যান্য প্রমাণ সম্পর্কে পোস্ট করা শুরু করেন, তবে এটি "সাক্ষীদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে বা এই ক্ষেত্রে ন্যায়বিচারের সুষ্ঠু প্রশাসনকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।"

তবে, ট্রাম্পের একজন মুখপাত্র ইমেইল করা এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রেসিডেন্টের পোস্টটি "রাজনৈতিক বক্তৃতার সংজ্ঞা" এবং "অসাধু বিশেষ স্বার্থ গোষ্ঠী এবং সুপার প্যাকস" এর প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয়েছিল।

বিচারক চুটকান ঠিক কখন এই বিষয়ে রুল জারী করতে পারেন, তা স্পষ্ট নয়। চুটকান, একজন সাবেক সহকারী পাবলিক ডিফেন্ডার, যাকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বেঞ্চে মনোনীত করেছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে ট্রাম্পের ভিত্তিহীন দাবির সমর্থনে যারা ২০২১ সালের ৬ জানুয়ারী ক্যাপিটলে হামলা চালিয়েছিল, সেইসব দাঙ্গাকারীদের অন্যতম কঠোর শাস্তিদাতা ছিলেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং বাইডেনের নির্বাচনী বিজয়ে কংগ্রেসের অনুমোদনকে বাধা দেওয়ার ষড়যন্ত্র।

এটা ২০২৪ সালের রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়ানো ট্রাম্পের বিরুদ্ধে এই বছরে আনা তৃতীয় ফৌজদারি মামলা। তবে নির্বাচনের পরাজয় এবং ২০২১ সালের ৬ জানুয়ারী, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে তার সমর্থকদের দ্বারা আক্রমণের মধ্যে দিয়ে ট্রাম্পের ক্ষমতায় থাকার প্রচেষ্টার জন্য দায়ী করার অভিযোগে করা মামলা এটিই প্রথম।

বৃহস্পতিবার ওয়াশিংটন মামলায় আদালতে উপস্থিতির পর, ট্রাম্প তার বিরুদ্ধে আনিত অভিযোগকে ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর বিরুদ্ধে অভিঘাতের উদ্দেশ্যে পরিকল্পিত একটি "নিপীড়ন" হিসাবে চিহ্নিত করেছেন। তার আইনি দল এটিকে তার বাকস্বাধীনতার অধিকারের উপর এবং একটি নির্বাচনকে চ্যালেঞ্জ করার অধিকারের বিরুদ্ধে আক্রমণ হিসাবে বর্ণনা করেছে। তিনি বিশ্বাস করেন যে নির্বাচনে কারচুপি করা হয়েছে।

২০১৬ সালের প্রচারাভিযানের সময় এবং মে মাসে গোপন নথি সংক্রান্ত নিউইয়র্কের মামলায় ট্রাম্পের ইতোমধ্যেই মার্চ মাসে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

XS
SM
MD
LG