অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সৈন্য বহনকারী ট্রাকে আত্মঘাতী হামলা, আহত ৮


পেশোয়ার, পাকিস্তান।
পেশোয়ার, পাকিস্তান।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা সেনা বহনকারী একটি ট্রাক লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এই হামলার ঘটনা ঘটে। জায়গাটি তেহরিক--তালিবান পাকিস্তান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীর সাবেক ঘাঁটি।

তাৎক্ষণিকভাবে কেউ এই বোমা হামলার দায় স্বীকার না করলেও সন্দেহ পাকিস্তানি তালিবানদের উপর পড়তে পারে। সাম্প্রতিক মাসগুলিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়েছে তারা।

সামরিক ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সৈন্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

শহরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেন, হতাহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলায় বেসামরিক নাগরিক বহনকারী আশেপাশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানি তালিবান - তেহরিক--তালিবান পাকিস্তান বা টিটিপি নামেও পরিচিত । এটি একটি পৃথক গোষ্ঠী কিন্তু আফগান তালিবানের মিত্র হিসেবে পরিচিত । যুক্তরাষ্ট্র নেটো সৈন্যরা ২০ বছরের যুদ্ধের পর আফগানিস্তান থেকে প্রত্যাহার এবং ২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে টিটিপি আরও শক্তিশালী হয়ে উঠে।

XS
SM
MD
LG