বৃহস্পতিবার, ১৩ জুলাই, প্রাইম মিনিস্টার আলবিন কুর্তির উপর এক বিরোধী বিধায়ক পানি ছিটিয়ে দেওয়ার পর পার্লামেন্টে হাতাহাতি শুরু হয়।
দেশের উত্তরে জাতিগত সার্বদের সাথে উত্তেজনা প্রশমিত করতে সরকারের পদক্ষেপের কথা বলছিলেন কুর্তি।
উত্তরাঞ্চল নিয়ে কুর্তির নীতির সমালোচনা করেছে কসোভোর কিছু বিরোধী দল। এই নীতি পশ্চিমের প্রধান মিত্রদের সাথে সম্পর্কে ব্যাঘাত ঘটিয়েছে।