অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানে ৯০ বছর বয়সী ভার-উত্তোলক

তাইওয়ানে এক ভার-উত্তোলন প্রতিযোগিতায় অনায়াসে ৩৫ কিলোগ্রাম বার তুলেছেন ৯০ বছর বয়সী চেং চেন চিন-মেই। এই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। শনিবার, ২১ ডিসেম্বর।

চেং-কে ঘিরে ছিলেন তার প্রিয় পরিবারের তিন প্রজন্ম। তাইপেই শহরে বিশেষ করে ৭০ ও তার চেয়ে বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আয়োজন করা নজিরবিহীন এই ভার-উত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রাণ-প্রাচুর্য্যে ভরপুর ৪৫ জন; চেং চেন এদেরই একজন।

পারকিনসন রোগ ধরা পড়ার পর চেং চেন ভারত্তোলন প্রশিক্ষণের উপকার সম্বন্ধে সচেতন হন; এই প্রশিক্ষণ তার শারীরিক ভঙ্গি ও গড়নের উন্নতিতে সাহায্য করে। এ জন্য ধন্যবাদ প্রাপ্য তার নাতনির কারণ তিনিই চেং চেন-কে উৎসাহ দিয়েছিলেন এবং ২০২৩ সালের আগস্ট মাসে তাকে ভার-উত্তোলন শুরু করতে অনুপ্রাণিত করেছিলেন।

২০২৫ সালে তাইওয়ান ‘বয়োজ্যেষ্ঠদের সমাজ’ হতে চলেছে বলে অনেকের ধারণা; সে দেশের ২ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার অন্তত ২০ শতাংশেরই বয়স ৬৫ বা তার উপর; অক্টোবর মাসে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রকাশিত তথ্য এমনটাই বলছে। (রয়টার্স)


XS
SM
MD
LG