দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলের বিরুদ্ধে সে দেশের নাগরিকরা সোওলের গোয়াংঘওয়ামুন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার, ২১ ডিসেম্বর।
ইয়ুনের সামরিক আইন জারি নিয়ে তদন্তকারীরা শুক্রবার নির্দেশ দিয়েছিলেন, ক্রিসমাসের দিন তিনি যেন দক্ষিণ কোরিয়ার দুর্নীতি বিষয়ক নজরদারি সংস্থায় হাজির হন; চলতি সপ্তাহে তাকে আরও একবার তলব করা হলেও তিনি তা এড়িয়ে যান।
৩ ডিসেম্বরে স্বল্প-মেয়াদি সামরিক আইন ঘোষণার পর রক্ষণশীল নেতা ইয়ুনকে গত সপ্তাহান্তে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংসদ। উল্লেখ্য, এই সামরিক আইন দক্ষিণ কোরিয়াকে এমন খারাপ রাজনৈতিক অশান্তি ও জটিলতার মধ্যে ফেলে দিয়েছে যা কয়েক দশকে দেখা যায়নি। (এএফপি)