অ্যাকসেসিবিলিটি লিংক

ছাত্রদলের ‘রাজনৈতিক অধিকার’ নিয়ে প্রশ্ন সাদ্দামের


বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ‘রাজনৈতিক অধিকারের’ যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ‘‘অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে এই সংগঠনের মৌলিক পার্থক্য হলো এটি একটি সামরিক স্বৈরশাসকের বৈধতা দেওয়ার জন্য তৈরি হয়েছিল।’’

ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংগঠনিক কর্মসূচি পালন করতে গেলেই হামলার শিকার হন। সম্প্রতি তারা নতুন শিক্ষার্থীদের ফুল দিতে গিয়ে হামলার মুখে পড়েন। এ বিষয়ে সাদ্দামের ব্যাখ্যা জানতে চাইলে ঘটনাগুলোকে ‘নৈতিক প্রতিরোধ’ উল্লেখ করে বলেন, ‘‘আন্তর্জাতিকভাবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যুদ্ধাপরাধ, মৌলবাদের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে রাজনৈতিক সৌহার্দ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকে না। আমরা মনে করি যেকোনো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করা নৈতিক প্রতিরোধেরই অংশ।’’

বিএনপি এবং আওয়ামী লীগের ছাত্রসংগঠন দুটির মধ্যে এই বৈরিতা যুগ-যুগ ধরে চলে আসছে। একদল ক্ষমতায় গেলে আরেক দলের নেতাকর্মীদের রাতের ব্যবধানে ক্যাম্পাস-ছাড়া করে দেয়।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে সম্প্রতি ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম (শ্রাবণ) দাবি করেন, ‘‘ছাত্রলীগ হেরে যাবে-এই ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিচ্ছে না প্রশাসন।’’

শ্রাবণের এই বক্তব্যের জবাবে সাদ্দাম বলেন, ‘‘ডাকসুর আগের নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতে ছাত্রলীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। এটি প্রমাণ করে ছাত্রসমাজের কাছে বাংলাদেশ ছাত্রলীগ একটি অদ্বিতীয় নাম। ডাকসু নির্বাচন না করা প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা।’’

এই সাক্ষাৎকারে সাদ্দাম বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেছেন। ভয়েস অফ আমেরিকার পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন অমৃত মলঙ্গী।

XS
SM
MD
LG