যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জনগণের অনুমোদন সাম্প্রতিক দিনগুলোতে ৪১ শতাংশ ছিল, যেটি তার প্রেসিডেনশিয়াল সময়ের সর্বনিম্ন স্তরের কাছাকাছি ছিল। কিন্তু ফেডারেল সরকারের ঋণ নিয়ে কংগ্রেশনাল রিপাবলিকানদের সাথে একটি উত্তেজনাপূর্ণ আলোচনার পরে এটি সামান্য পরিবর্তিত হয়েছে। রয়টার্স/ইপসোসের এক জরীপে এমনটা দেখা যায়।
সোমবার শেষ হওয়া চারদিনের জরীপে বাইডেনের জনপ্রিয়তা গত মাসের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। গত মাসে ৪০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে তার কর্মক্ষমতা অনুমোদন করেছেন। জরিপে তিন শতাংশ ত্রুটির মার্জিন রয়েছে।
মুদ্রাস্ফীতির উচ্চ হার এবং কেন্দ্রীয় ব্যাংকারদের দ্বারা সুদের হার বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চাপের মধ্যে অর্থনীতি শীর্ষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুদের হার বৃদ্ধি বন্ধক এবং গাড়ি ঋণকে ব্যয়বহুল করে তুলেছে।
কয়েক সপ্তাহের আলোচনার পরে ডেমোক্র্যাট বাইডেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে ফেডারেল ঋণ নেয়ার সীমা স্থগিত করার একটি চুক্তিতে পৌঁছেছেন। চুক্তিটি আর্থিক বিপর্যয় এড়াতে পারে। এই বিপর্যয় সরকারকে তার সমস্ত বিল পরিশোধ বন্ধ করতে বাধ্য করা হলে প্রকট হতো।
জরিপের উত্তরদাতাদের প্রায় ৫৬ শতাংশ ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র এবং আর্থিক সহায়তা পাঠানোকে সমর্থন করেছেন, ফেব্রুয়ারির জরীপেও একই পরিমাণ মানুষ এটিকে সমর্থন করেছিল।
কিন্তু সেই সমর্থন দুই রাজনৈতিক দলের মধ্যে সমান নয়। প্রায় ৭৩ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন, তারা রিপাবলিকানদের ৪৪ শতাংশের তুলনায় সহায়তার প্রতি বেশি সমর্থন করেন।
রয়টার্স/ইপসোস জরীপ জাতীয় প্রতিনিধিত্বমূলক নমুনা ব্যবহার করে ১ হাজার ৫৬ জন প্রাপ্তবয়স্কের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করে।