অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ন্যাশনাল স্ট্যাটেসটিক্স-এর রিপোর্ট: শহরে বেকারত্ব কমেছে উল্লেখযোগ্যভাবে


সাম্প্রতিক সময়ে ভারতে শহর এলাকায় বেকারত্ব নিয়ে উদ্বেগ বাড়ছিল। ফের যখন মন্দার ভ্রূকুটি রয়েছে তখন অন্য রকমের তথ্য সামনে আনল ভারতের ন্যাশনাল স্ট্যাটেসটিক্স অফিস তথা এনএসও। সোমবার ২৯ মে প্রকাশিত এনএসও-র বুলেটিনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে শহর এলাকায় বেকারত্বের হার এসে ঠেকেছে ৬.৮ শতাংশে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।

এনএসও রিপোর্টে বলেছে, ২০২২-২৩ অর্থবর্ষ চাকরির জন্য যে খুব দুর্দান্ত সময় ছিল এমন না। জানুয়ারি-মার্চ—শেষ ত্রৈমাসিকেও যে কর্মসংস্থানে দুম করে বিপ্লব হয়ে গিয়েছে তাও নয়। মূল বিষয় হল এই ত্রৈমাসিকে লোকজন কাজ খুঁজেছেন কম।

রিপোর্ট বলছে, উল্টোদিকে কায়িক শ্রমভিত্তিক কাজে যোগদানের হার গিয়ে ঠেকেছে ৩৮.১ শতাংশে। ফলে এ থেকেই স্পষ্ট, অনেকেই নিজের পছন্দ মতো কাজ খোঁজার বদলে যা পেয়েছেন তাতেই যুক্ত হয়েছেন। এই ছবি আবার আশাব্যঞ্জক নয় বলেই দাবি বিশেষজ্ঞদের অনেকের।

অর্থনীতিবিদদের অনেকের মতে, এই প্রবণতা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য ভাল না। কারণ, মানুষ পছন্দ বা যোগ্যতার নিরিখে কাজের সুযোগ পাচ্ছেন না। কেবল দিনগুজরান করার জন্য যা পাচ্ছেন তাতে যুক্ত হচ্ছেন।

এমনিতেই একাধিক আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, আগামী পাঁচ বছর ভারতে কাজের বাজারে মন্থন লবে। সেই মন্থনে অনেকে কাজ পাবেন। আবার অনেকে কাজ হারাবেন। দুশ্চিন্তার বিষয় হল, কাজ পাওয়ার চেয়ে হারানোর সংখ্যা বহু গুণ বেশি হবে বলেই দাবি বিশেষজ্ঞদের। এ হেন পরিস্থিতিতে এই রিপোর্ট আপাতত দৃষ্টিতে খুব ইতিবাচক মনে হলেও সার্বিক অর্থনীতির প্রশ্নে তা নয় বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

XS
SM
MD
LG