অ্যাকসেসিবিলিটি লিংক

ইতিহাসে স্থান করে নিয়ে ভারতের নীরজ চোপড়া হলেন বিশ্বের এক নম্বর অ্যাথলিট


নীরজ চোপড়া
নীরজ চোপড়া

বিশ্ব ক্রম তালিকায় একনম্বর অ্যাথলিট হিসেবে নিজেকে তুলে ধরলেন ভারতের নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে ডিসকাস থ্রো-এ সোনা জিতে নজির সৃষ্টি করেছিলেন। সোমবার ২২ মে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা যে ক্রম তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ভারতের এই অ্যাথলিট শীর্ষে রয়েছেন।

নীরজ স্কোর পেয়েছেন ১,২৫৫। দ্বিতীয় স্থানে আছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি সংগ্রহ করেছেন ১৪৩৩ পয়েন্ট। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ। যিনি আবার টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন।

নীরজ ভারতীয় ক্রীড়া মহলে 'সোনার ছেলে' হিসেবে পরিচিত। তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে সোনার পদক নিয়ে এসেছিলেন।

তিনি অলিম্পিক থেকে ফিরে বিপুল সংবর্ধনা পেলেও কয়েক মাস পর থেকেই জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ ট্রেনিং নিয়েছেন। নীরজ সম্প্রতি দোহায় প্রথম ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্স আসরেও ডিসকাসে সোনা জিতেছেন। তিনি দোহায় ছুঁড়েছেন ৮৮.৬৭ মিটার। নীরজের লক্ষ্য ম্যাজিক ফিগার ৯০ মিটার। তাঁর জন্য সাধনা করে চলেছেন।

২৫ বছরের ভারতের এই অ্যাথলিট ৪ জুন নেদারল্যান্ডসে একটি টুর্নামেন্টে অংশ নেবেন। তারপর তিনি যাবেন ফিনল্যান্ডে ১৩ জুন থেকে একটি ডিসকাস ইভেন্টে অংশ নিতে। প্যারিস অলিম্পিকেও সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন পাঞ্জাবের নীরজ।

XS
SM
MD
LG