বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ‘সব হারানো’ ব্যবসায়ীদের পোড়া দোকানের সামনে বসে বুধবার (৫ এপ্রিল) বিলাপ করতে দেখা গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) ভোর ছয়টা দশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পেলেও প্রায় সারা দিনেও তা নেভাতে পারেননি। এই মার্কেটের হাত বিশেক দূরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়।
একদিন বাদেও দোকানগুলো থেকে ধোয়া উড়তে দেখা গেছে। তার ভেতরই দাঁড়িয়ে রয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তারা ভয়েস অফ আমেরিকার অমৃত মলঙ্গীকে বলেছেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আর্থিক প্রণোদনা।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুনে প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীদের জন্য তারা ৭০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন।