অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ান বলছে, যুক্তরাষ্ট্রের নতুন সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার কেনার সামর্থ্য  তাদের নেই


ফাইল- ১১ই আগস্ট ২০০৫ সালে তাইওয়ানের সৈন্যরা একটি যুক্তরাষ্ট্র নির্মিত দ্বৈত মাউন্ট স্টিংগার মিসাইল সিস্টেম প্রদর্শন করে
ফাইল- ১১ই আগস্ট ২০০৫ সালে তাইওয়ানের সৈন্যরা একটি যুক্তরাষ্ট্র নির্মিত দ্বৈত মাউন্ট স্টিংগার মিসাইল সিস্টেম প্রদর্শন করে

তাইওয়ান বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত নতুন সাবমেরিন বিধ্বংসী সমর হেলিকপ্টার কেনার যে পরিকল্পনা করেছিল তা পরিত্যাগ করেছে। তারা বলেছে হেলিকপ্টারগুলো খুব ব্যয়বহুল।

তাইওয়ান এর আগে জানিয়েছিল, তারা লকহিড মার্টিন কর্প এলএমটি.এন-এর তৈরি ১২টি MH-60R সাবমেরিন বিধ্বংসী সিকোরস্কি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। কিন্তু তাইওয়ানের সংবাদ মাধ্যমেররিপোর্টে বলা হয়েছে যে দ্বীপটির চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে এই বিক্রয়টি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানের সংসদে যুক্তরাষ্টের অস্ত্র কেনার ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং প্রথমে হেলিকপ্টার কেনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “দাম অনেক বেশি, যা আমাদের দেশের সামর্থ্যের বাইরে ।”

আরও দুটি অস্ত্র ক্রয় বিলম্বিত হয়েছে – একটি হচ্ছে M109A6 মিডিয়াম স্বয়ংক্রিয় হাউইটজার আর্টিলারি সিস্টেম এবং অপরটি মোবাইল স্টিংগার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

চিউ বলেন, তারা ইতোমধ্যেস্টিংগারসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন এবং অর্থ প্রদান করেছেন এবং তারা যুক্তরাষ্ট্রকে ঐ স্টিংগারসগুলো পৌঁছে দেয়ার জন্য চাপ দেবে।

তিনি কোন ব্যাখ্যা না দিয়ে আরো বলেন, “আমরা অস্ত্র বিক্রয়কে একটি তুচ্ছ বিষয় হিসাবে দেখি না এবং আমাদের ব্যাক-আপ পরিকল্পনা রয়েছে ।”

তাইওয়ান বলছে, যুক্তরাষ্ট্র এম১০৯এ৬-এর বিকল্প প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে লকহিড মার্টিনের তৈরি ট্রাক-বহনযোগ্য রকেট লঞ্চার যার নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমারস।

চিউ বলেন এই বিষয়ে তারা এখনও তাদের অন্যান্য যে বিকল্প বা পছন্দগুলি রয়েছে তা বিবেচনা করছে।

চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসাবে দাবি করে। তাইওয়ান চীনা আক্রমণকে প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্রের মতো নির্ভুল অস্ত্রসহ তাদের ক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে সামরিক আধুনিকীকরণ কর্মকান্ড গ্রহণ করছে।

চীন তাইওয়ানের বিরুদ্ধে তার নিজস্ব সামরিক শক্তিকে আধুনিকীকরণ এবং চাপ বাড়িয়ে তুলছে কারণ গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে বেইজিংয়ের শাসন মেনে নিতে চীন বাধ্য করতে চায়।

XS
SM
MD
LG