অ্যাকসেসিবিলিটি লিংক

রণবীর-আলিয়ার বিয়ের ছবি তোলা যাবে না, অতিথিদের ক্যামেরায় স্টিকার সেঁটে দিলেন নিরাপত্তা রক্ষীরা


ভারতীয় বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট মুম্বাইতে অভিনেত্রী সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজার বিবাহের সংবর্ধনার সময় ছবির জন্য পোজ দিচ্ছেন। (ছবি সুজিত জাসওয়াল / এএফপি)
ভারতীয় বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট মুম্বাইতে অভিনেত্রী সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজার বিবাহের সংবর্ধনার সময় ছবির জন্য পোজ দিচ্ছেন। (ছবি সুজিত জাসওয়াল / এএফপি)

মুম্বাইয়ের আরকে হাউজে রাজকীয় বিয়ের আসর বসছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের। রাত পোহালেই বেজে উঠবে বিয়ের সানাই। তার আগে বুধবার মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠানে গম গম করছে ঋষি কাপুরদের বাড়ি । কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বিয়েতে। কোনওভাবেই ছবি তোলা যাবে না, অতিথিদের তেমন অনুরোধই করা হয়েছে বলে খবর।

রণবীর আলিয়ার বিয়ের কোনও ছবি যাতে মিডিয়ায় ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা করেছেন কাপুররা। বিয়েবাড়িতে প্রবেশের আগে অতিথিদের ফোনের পিছনে স্টিকার লাগিয়ে ক্যামেরা ঢেকে দেওয়া হচ্ছে। কেউ যাতে কোনও ছবি না তোলেন সেই কারণেই এমনটা করা হচ্ছে।

নিরাপত্তারক্ষীরা অতিথিদের ফোন নিয়ে তার ক্যামেরা এভাবে ঢেকে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে। দেখা গেছে বাড়ির বাইরে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। যারাই তা পেরিয়ে ভিতরে যাচ্ছেন, আগে তাদের ফোন নিয়ে ক্যামেরা ঢেকে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। হবু দম্পতির কোনও ছবি যাতে কোনওভাবে বাইরে না বের হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ রণবীর আলিয়ার চার হাত এক হবে। বিয়ের অনুষ্ঠানে তেমন জাঁকজমক থাকবে না বলেই খবর। হাজির থাকবেন হাতে গোনা কয়েকজন নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব। তবে রিসেপশনের দিন অতিথি সংখ্যা আরও বাড়বে বলে শোনা যাচ্ছে, সেদিন ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে আরকে হাউজে।

ইতিমধ্যে ফুল, মালা আর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে আরকে হাউজ। এটাই রণবীরের পৈতৃক বাড়ি। বুধবার সকাল সকাল সেখানে কারিনা কাপুর, কারিশমা কাপুরদের পৌঁছে যেতে দেখা গেছে।

XS
SM
MD
LG