যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার শীর্ষ স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের নাম ঘোষণা করেছেন। তিনি এই ক্রমবর্ধমান করোনাভাইরাস মহামারী প্রতিরোধের লড়াইয়ে দেশটির নেতৃত্ব দেয়ার জন্য এবং আগামী মাসগুলোতে লক্ষ লক্ষ টিকাদানের তদারকি করার লক্ষ্যে প্রাক্তন কংগ্রেসম্যান হাবিয়ার বেসেরাকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জনসেবা বিভাগের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন।
বেসেরা বর্তমানে ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন। । প্রতিনিধি পরিষদে কংগ্রেসম্যান হিসাবে তাঁর ২৪ বছর সময়কালে, তিনি জাতীয় স্বাস্থ্যসেবা আইনের অনুমোদনের পক্ষে কাজ করেছিলেন, যার ফলে লক্ষ লক্ষ আমেরিকানকে বীমার আওতায় আনা গিয়েছিল।
এছাড়াও, বাইডেন কোভিড -১৯ এর চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা হিসাবে দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফাওচিকে বেছে নিয়েছেন। এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস বিভাগের পরিচালক হিসাবে তার দীর্ঘকালীন ভূমিকা অব্যাহত রাখতে বলেছেন।
৭৯ বছর বয়সী ফাওচি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছয়জন প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক পরামর্শদাতার দায়িত্ব পালন করেছেন এবং কয়েক মাস ধরে মহামারী বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে বক্তব্য দানের দায়িত্ব পালন করেছেন।
বাইডেন সার্জন জেনারেল হিসেবে বেছে নিয়েছেন ডাঃ ভিবেক মূর্তিকে। ডাঃ ভিবেক মূর্তি, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে ২০১৪ থেকে ২০১৭ অব্দি কাজ করেছেন, যখন বাইডেন ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্বে ছিলেন।