আফগানিস্তানে যুদ্ধ ও সংঘাতের মাধ্যমে যুক্তরাস্ট্র ও তার শরীক দেশগুলো যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা তার জন্যে তদন্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি।
হেগে ভিত্তিক এই আদালত ২০১৯ সালের এপ্রিলের এ বিষয়ক বাতিল হওয়া মামলা পুনরায় চালু করেন। মামলার প্রধান বিচারক পিওটর হফম্যানস্কি বলেন, “আপিলের আবেদন বিবেচনা করা হচ্ছে এবং ২০০৩ এর পহেলঅ মে থেকে আফগানিস্তানে কোনো অপরাধ সংঘঠিত হয়েছে কিনা তার তদন্ত হবে”।
আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির এই নির্দেশ অনুযায়ী আইসিসি আইনজিবি ফাতোউ বেনসৌদা যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী ও সিআইএ সদস্যদের কর্মকান্ড, তালিবান সন্ত্রাসী অভিযান, আফগান সরকারের নিরাপত্তা রক্ষী এবং অপরাপর শশস্ত্র গোষ্ঠী যেসকল কর্মকান্ড চালিয়েছে সেসব নিয়ে তদন্ত চালাবেন।
বেনসৌদি মূলত ২০১৭ সাল থেকে চলমান কর্মকান্ডে কোনো অপরাধ ছিলো কিনা সে বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করবেন।
যুক্তরাষ্ট্র আইসিসির স্বাক্ষরকারী না হলেও, এই বৈশ্বিক আদালতের সদস্য।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বছর বলেন যে সকল আইসিসি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বিরুদ্ধে আফগানিস্তান বা অন্য কোথাও অপরাধ ঘটানোর তদন্ত করতে চাইবেন ট্রাম্প প্রশাসন তাদের ভিসা নাও দিতে পারে।
আফগানিস্তান সরকারও ঐ তদন্তের বিরোধীতা করেছে।