নোয়াখালীর ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে কক্সবাজারে। তাদের মধ্যে ৩ নারী, ৩ পুরুষ ও ৫ শিশু রয়েছে। শুক্রবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং মধুরছড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন পালিয়ে আবার কক্সবাজারে ফিরে এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে।
গত কিছুদিন থেকে ভাসানচর থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া রোহিঙ্গাদের সংখ্যা বেড়েছে।যা উদ্বেগ তৈরি করেছে প্রশাসনে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভাসানচর থেকে দুটি পরিবারের ১১ জন রোহিঙ্গা পালিয়ে এসে তাদের স্বজনদের ঘরে অবস্থান করছে। এ সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান চালিয়ে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প-৩ সিআইসি অফিসে পাঠানো হয়েছে।