সেপ্টেম্বরের সেই ভয়াবহ দিনে তুমি কোথায় ছিলে, মনে আছে?
তুমি কোথায় ছিলে যখন পৃথিবী থমকে দাঁড়িয়েছিলো, সেপ্টেম্বরের সেই দিনে? বাগানে হাটছিলে তোমার স্ত্রী আর ছেলেমেয়েদের সাথে না লস এঞ্জেলেসের কোন মঞ্চে কাজ করছিলে? তুমি কি সেদিন হতবাক হয়ে দাঁড়িয়েছিলে, নীল আকাশে সেই কালো ধোঁয়ার দিকে তাকিয়ে?
তুমি কি সেদিন রাগে চিৎকার করেছিলে না ভয় পেয়েছিলে তোমার এলাকাবাসীদের জন্য? নাকি বসে বসে শুধু কেঁদেছিলে? সেই সেপ্টেম্বরের দিনে...
এলেন জ্যাকসন বলেন তিনি একজন গায়ক, খুব সাধারন গান করেন। তিনি কোন রাজনৈতিক ব্যাক্তি নন, কিন্তু তবুও ছোটবেলা থেকেই জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস একটাই – তা হচ্ছে ভালোবাসা।
নাইন ইলেভেনের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় আমরা কোথায় ছিলাম, আমাদের মনে আছে। আপনাদের মনে আছে, আপনারা কোথায় ছিলেন, কি করছিলেন?
শুনছেন, এলেন জ্যাকসনের সেই গান “ওয়ের ওয়ের ইউ?” তুমি কোথায় ছিলে?