অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব সঙ্গীতঃ স্যামি ইউসুফের ইসলামি গান


বিশ্ব সঙ্গীতঃ স্যামি ইউসুফের ইসলামি গান
বিশ্ব সঙ্গীতঃ স্যামি ইউসুফের ইসলামি গান

তুমি আমার কাছে এসেছো যখন আমার তোমারই প্রয়োজন ছিলো। যখন আমি একাকি, অসহায় ছিলাম, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছো। আমার প্রাণে এত ভালোবাসা ভরে দিয়েছো, যে এখন আমি শুধু একটাই জিনিস চাই। আমি তোমার সাথে থাকতে চাই।

আল্লাহ্‌র কাছে স্যামি ইউসুফের এই একটাই চাওয়া। শুনছেন তাঁর গান “ইউ কেইম টু মি” – তুমি আমার কাছে এসেছো।

বিশ্ব সঙ্গীতঃ স্যামি ইউসুফের ইসলামি গান
বিশ্ব সঙ্গীতঃ স্যামি ইউসুফের ইসলামি গান

স্যামি ইউসুফের জন্ম ইরানে, কিন্তু তার বাবা-মা আযারবাইজানের নাগরিক। তিনি বড় হয়েছেন ইংল্যান্ডে। আর সেখানেই মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন। তিনি মূলত ইসলামি গানই গেয়ে থাকেন। টাইম ম্যাগাজিন তাঁকে ইসলামের সবচাইতে বড় রকস্টার নামে আখ্যায়িত করেছে, আর আল-জাযিরা তাঁকে ইসলামিক পপের বাদশাহ্‌ নামেও ডেকেছে।

শুনছেন তাঁর গাওয়া গান “ইউ কেইম টু মি”। ইংরেজি এবং আরবি ভাষায়...

XS
SM
MD
LG