অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব সঙ্গীতঃ ন্যানসি আজরামের গান “হাবিবি”


বিশ্ব সঙ্গীতঃ ন্যানসি আজরামের গান “হাবিবি”
বিশ্ব সঙ্গীতঃ ন্যানসি আজরামের গান “হাবিবি”

ন্যানসি আজরাম। লেবাননে জন্ম, আর জনপ্রিয় – সারা বিশ্বে।

মাত্র পনেরো বছর বয়সে তাঁর প্রথম এলবাম মুক্তি পায়। একের পর এক জনপ্রিয় এলবাম, আস্তে আস্তে তাঁর নাম ছড়িয়ে যায় গোটা মধ্যপ্রাচ্যে। ২০০৮ সালে তাঁকে ওয়ার্ল্ড মিজিক এওয়ার্ড দেয়া হয়। সে বছর মধ্য প্রাচ্যে সবচেয়ে বেশি এলবাম বিক্রি করে সব রেকর্ড ভেঙ্গে দেন তিনি। শুধু একজন গায়িকা নন, তিনি মধ্যপ্রাচ্যে কোকা কোলার একমাত্র মুখপাত্র। এবং ইউনিসেফের গুডউইল এমব্যাসেডারও তিনি।

শুনছেন তাঁর গান হাবিবি।

XS
SM
MD
LG