অ্যাকসেসিবিলিটি লিংক

"ব্ল্যাক ফ্রাইডেতে" দোকানে গিয়ে কেনাকাটা করলেন আমেরিকানরা; অনলাইনে ক্রেতা সংখ্যা বেশি


টেক্সাসের ডাউনটাউন এল পাসোতে ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতারা সানি অ্যাকসেসরিজের ভিতরে পণ্য দেখছেন।২৬ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/পল রাটজে)
টেক্সাসের ডাউনটাউন এল পাসোতে ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতারা সানি অ্যাকসেসরিজের ভিতরে পণ্য দেখছেন।২৬ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/পল রাটজে)

আমেরিকানরা ছুটির কেনাকাটার এই মৌসুম "ব্ল্যাক ফ্রাইডে”তে দোকানে গিয়ে কেনাকাটা শুরু করেছেন। তবে অনলাইন হিসেবে দেখা যাচ্ছে যে গ্রাহকরা তাদের পছন্দের সামগ্রীর অভাব হতে পারে এমন উদ্বেগ থেকে কয়েক সপ্তাহ আগে থেকে তাদের কেনাকাটা শুরু করছেন।

যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উদযাপনের পরের দিনই হল ঐতিহ্যগত ভাবে ছুটির কেনাকাটার মৌসুমের সূচনা। সাধারণত আমেরিকানরা জনপ্রিয় সামগ্রীগুলিতে ছাড় পাবার জন্য দোকান খোলার আগেই বাইরে লাইনে দাঁড়িয়ে থাকে।

গত বছর মহামারীর কারণে লোকজন দোকানে ভিড় করতে পারেনি। অনেক ক্রেতা শুক্রবার কেনাকাটার জন্য বাইরে বের হন। কোভিড-১৯ ‘এর টীকা যুক্তরাষ্ট্রে জীবনযাত্রাকে স্বাভাবিকের কাছাকাছি যে নিয়ে এসেছে তারই কিছুটা আভাস পাওয়া গেছে এই ব্ল্যাক ফ্রাইডের মাধ্যমে।

নিউইয়র্কের গহনা চেইন প্যান্ডোরার বাইরে লাইনে দাঁড়িয়ে মাস্ক পরা সিলভিয়া গঞ্জালেজ বলেন, "আমি কেবল নিশ্চিত হতে চেয়েছিলাম যে এই ক্রিসমাসটি আমার সমস্ত বন্ধু এবং পরিবারের জন্য যেন একটি ভাল ক্রিসমাস হয়।"

সফ্টওয়্যার কোম্পানি এডোবির তথ্য অনুসারে, শুক্রবার সকালে খুচরা বিক্রেতারা তাদের দোকানের দরজা খোলার আগেই, যুক্তরাষ্ট্রের ই-কমার্স ক্রেতারা নভেম্বরের শুরু থেকে ইতিমধ্যেই ৭৬০০ কোটি ডলার খরচ করেছে যা কিনা এক বছর আগের সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। মূল্য বৃদ্ধির কারণে এ বছর পণ্যের কিছুটা কম প্রচার করা হয়েছে ধারণা করা হচ্ছে।

XS
SM
MD
LG