অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরের পুলওয়ামায় লস্কর জঙ্গিদের অস্ত্রভাণ্ডার আবিষ্কার


নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ভারতের কাশ্মীরে বানচাল হল স্বাধীনতা দিবসে জঙ্গিদের নাশকতা চালানোর ছক। আগামী ১৫ আগস্টের ঠিক দুদিন আগে কাশ্মীরের পুলওয়ামা  জেলার অবন্তীপুরায় সন্ধান মিলল লস্কর জঙ্গিদের একটি অস্ত্রভাণ্ডারের। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের কার্তুজ ও জিলেটিন স্টিক-সহ প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছেন নিরাপত্তারক্ষীরা।

নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ভারতের কাশ্মীরে বানচাল হল স্বাধীনতা দিবসে জঙ্গিদের নাশকতা চালানোর ছক। আগামী ১৫ আগস্টের ঠিক দুদিন আগে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সন্ধান মিলল লস্কর জঙ্গিদের একটি অস্ত্রভাণ্ডারের। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের কার্তুজ ও জিলেটিন স্টিক-সহ প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছেন নিরাপত্তারক্ষীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার গভীর রাতে পুলওয়ামা জেলার অবন্তীপোরা থানার বাদরু বারসু গ্রামের জঙ্গলে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। সিআরপিএফের ১৩০ নম্বর ব্যাটেলিয়ান, রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটলিয়ান ও অবন্তীপোরা পুলিশের যৌথ বাহিনীর ওই অভিযানে জঙ্গলের ভিতর থেকে লস্কর-ই-তইবার দুটি অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে।

ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের ১৯১৮ রাউন্ড কার্তুজ, ২টি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি জিলেটিন স্টিক, হাফ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেটের মতো পদার্থ, তাজা পাইপ বোমা-সহ রান্নার গ্যাসের সিলিন্ডার ও খাবার তৈরি বাসনপত্র উদ্ধার হয়। পাওয়া গিয়েছে কিছু ভারতীয় টাকাও।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00


XS
SM
MD
LG