ইয়েমেনে ইরানী রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলায় অন্তত এক ব্যাক্তি নিহত ও ১৭ জন আহত হয়েছে। আল কায়েদা ওই হামলার দায় স্বিকার করেছে।
ইয়েমেনের কর্মকর্তারা জানান ইয়েমেনের সানায়াস্থ ইরানী রাষ্ট্রদূত হোসেইন নিকনামের বাসভবনে চালানো ওই গাড়ী বোমা হামলার সময় রাষ্ট্রদূত বাসায় ছিলেন না। ইরানী পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে হামলার পর কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তারা জানিয়েছে ইয়েমেনী কতৃপক্ষ কুটনীতিকদের নিরাপত্তা প্রদানে ব্যার্থ হয়েছে।
যুক্তরাস্ট্রের পররাস্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ঐ হামলার নিন্দা জানানো হয়েছে।