অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সাথে শীর্ষ বৈঠক নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা 


দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে ইনশনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করেছেন। দক্ষিণ কোরীয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার ক্ষেত্র তৈরী করা নিয়ে মত বিনিময় হয়েছে বৈঠকে। সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে যে দুই কোরীয়ার সীমান্তে, সেখানেই আলোচনা করেন দুই দেশের নেতারা। কিম জং উনের সাথে আলোচনার ফলাফল সম্পর্কে আগামী কাল রবিবার সকালে মুন জেন ইন বিস্তারিত জানাবেন বলে কর্মকর্তারা বলেছেন।


দক্ষিণ কোরিয়া বলেছে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সাথে আলোচনা বাতিলের ঘোষণা দেবার পর তারা ”সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষন করছে” এখন সিঙ্গাপুরের যে ঐতিহাসিক বৈঠক হবার কথা ছিল তা কিভাবে পুনর্বহাল করা যায় তা নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করছে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন,”সিঙ্গাপুরের বৈঠকটি হবে সম্ভবত একই দিন ১২ই জুন, এবং যদি প্রয়োজন পড়ে আমরা তা ঐ দিনের পরেও করতে পারি।” বৈঠক সম্পর্কে নতুন সিদ্ধান্তটি আসে যখন গতকাল শুক্রবার উত্তর কোরিয়া জানায় তাদের নেতা কিম জং উনের সাথে বৈঠক বাতিলের কথা বলা হলেও তারা ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত ।

XS
SM
MD
LG