যুক্তরাষ্ট্র সরকার রবিবার দ্বিতীয় দিনের মত আংশিক ভাবে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাজেট এবং অভিবাসন ইস্যু নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রাটিক আইন প্রণেতাদের মধ্যে যে অচল অবস্থা, তাৎক্ষনিক ওই পরিস্থিতির অবসান হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অচল অবস্থা অবসানের জন্য চাপ দিচ্ছেন। তিনি টুইটারে পরামর্শ দেন যে, অচলঅবস্থা অব্যাহত থাকলে সেনেটে রিপাবলিকানরা যেন
দীর্ঘ দিনের দুই তৃতীয়াংশ ভোটের নীতি পরিত্যাগ করেন। গুরুত্বপূর্ণ আইনের জন্য দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন রিপাবলিকান আইন প্রণেতারা যেন সাংবিধানিক বিকল্প বেছে নেন এবং দীর্ঘ মেয়াদী বাজেটের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটের বিকল্প বেছে নেন।
তহবিল বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীন অনেক দপ্তর বন্ধ হয়ে যাবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজ চলবে। যেমন জাতীয় নিরাপত্তা, ডাক, বিমান ওঠা-নামার কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি।