অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাই পর্বের ভোট মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাই পর্বের ভোট মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে


যুক্তরাষ্ট্রের দু'হাজার ১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক বাছাই পর্বের ভোটের লড়াই আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে, রেপাবলিকান পার্টীর তরফে চারটি রাজ্যে – এবং এতে রেপাবলিকান দলের সর্বাগ্রগন্য প্রার্থী ডনাল্ট ট্রাম্পই আরও খানিকটা এগিয়ে যাবেন ব’লে ধারনা করা হচ্ছে।


এ পর্বে সবচেয়ে বেশি নজর রয়েছে সবার মিশিগানের পানে-ওখানেই আজকের প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে বেশি ডেলিগেইট- সংখ্যা যার ৫৯। মঙ্গলবারের ভোটে কে কতো ভোট পাচ্ছেন তারই ভিত্তিতে ঐ ডেলিগেইট সংখ্যার ভাগ বাঁটোয়ারা হবে।এ ছাড়া আর বাকি তিন রাজ্য মিসিসিপি-আইডাহো- এবং হোয়াই , ওখানেও ঐ একই রকমভাবে ডেলিগেইট ভাগাভাগি হবে – যেখানে তিন রাজ্য মিলে ডেলিগেইট সংখ্যা ৯১।


ডেমোক্র্যাটদের তরফে আজ মঙ্গলবার প্রাইমারী ভোট হচ্ছে মাত্র দু’টি রাজ্যে- মিশিগান ও মিসিসিপিতে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন এ দু’টিতেই অনেকখানি এগিয়ে রয়েছেন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নী স্যান্ডার্সের চেয়ে- এখনো অবধি অন্তত: তেমনটাই মনে হচ্ছে।

XS
SM
MD
LG