অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইনে নতুন করে লড়াই শুরুর প্রেক্ষিতে আমেরিকার শীর্ষ প্রতিরক্ষামন্ত্রীর ষ্টুটগার্ট সফর


আমেরিকার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনীতিকবৃন্দ শুক্রবার জার্মানীর ষ্টুটগার্টে মিলিত হচ্ছেন। তারা ইউক্রেইনে রাশিয়ার সামরিক পদক্ষেপের পালটা জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আলোচনার করবেন। ইউক্রেইন এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে লড়াই বৃদ্ধির প্রেক্ষিতেই তারা মিলিত হচ্ছেন।

শুক্রবার, প্রতিরক্ষামন্ত্রী এষ্টন কার্টার ইউরোপে অবস্থিত জেনারেল এবং রাষ্ট্রদূতদের সংগে ইউএস ইউরোপীয়ান কমান্ডের সদর দপ্তরে মিলিত হবেন।

সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা প্রদত্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেইনে রাশিয়ার হস্তক্ষেপ কমানোর উদেশ্যে নেটোর কার্যব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।

রুশ ভাষাভাষী পূর্ব ইউক্রেইনে লড়াই বৃদ্ধির প্রেক্ষিতে বৃহষ্পতিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট, রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য আইন প্রণেতাদের সতর্ক করেছেন।

XS
SM
MD
LG