ইউক্রেনের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে রাশিয়ার উড়োজাহাজ বারবার ইউক্রেনের আকাশ সীমা অতিক্রম করছে। একে তিনি বৈশ্বিক নিরাপত্তা অস্থিতিশীল করার লক্ষ্যে রাশিয়ার আগ্রাসন বলে মন্তব্য করেন।
শনিবার আর্সেনী ইয়াৎসেনিউক সাংবাদিকদের বলেন একরাতে রাশিয়া ৭ বার ইউক্রেনের আকাশ সীমা লংঘন করেছে।
“তিনি বলেন, আমরা বুঝতে পারছি কি কারনে রুশ সেনারা তা করেছে। একমাত্র কারন হচ্ছে ইউক্রেনকে মিসাইল ছোড়ার জন্য উস্কানী দেয়া যাতে দোষ দেয়া যায় যে ইউক্রেন রাশিয়াকে যুদ্ধের জন্য উস্কানী দিচ্ছে”।
শুক্রবার যুক্তরাস্ট্রের সেনা সূত্রও ইউক্রেনের আকাশ সীমায় রুশ উড়োজাহাজ প্রবেশের কথা বলেছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।
রোমে অবস্থানকালে আর্সেনী ইয়াৎসেনিউক বলেন তার ইটালী সফর সংক্ষিপ্ত করতে হচ্ছে; যার মধ্যে ছিল পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ। এদিকে ইয়াৎসেনিউককে পোপ বলেছেন ইউক্রেনে শান্তি আনয়নে তিনি যতটুকু সম্ভব করবেন।
অপর এক খবরে বলা হয়েছে রাশিয়া সমর্থিত বাহিনীর হাতে ন্যাটো গোয়েন্দা সন্দেহে আটক একদল আন্তর্জাতিক সেনা পর্যবেক্ষককে মুক্তি দিতে সহায়তা করবে রাশিয়া।
শুক্রবার স্লোভিনস্ক শহরে ভিয়েনা ভিত্তিক সংগঠন Organization for the Security and Cooperation in Europe ((OSCE)) বহনকারী একটি বাস আটক করে রাশিয়া সমর্থিত বাহিনী।
এদিকে শনিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট ওবামা ইউরোপীয়ন নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে ইউক্রেনের সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন।
শনিবার আর্সেনী ইয়াৎসেনিউক সাংবাদিকদের বলেন একরাতে রাশিয়া ৭ বার ইউক্রেনের আকাশ সীমা লংঘন করেছে।
“তিনি বলেন, আমরা বুঝতে পারছি কি কারনে রুশ সেনারা তা করেছে। একমাত্র কারন হচ্ছে ইউক্রেনকে মিসাইল ছোড়ার জন্য উস্কানী দেয়া যাতে দোষ দেয়া যায় যে ইউক্রেন রাশিয়াকে যুদ্ধের জন্য উস্কানী দিচ্ছে”।
শুক্রবার যুক্তরাস্ট্রের সেনা সূত্রও ইউক্রেনের আকাশ সীমায় রুশ উড়োজাহাজ প্রবেশের কথা বলেছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।
রোমে অবস্থানকালে আর্সেনী ইয়াৎসেনিউক বলেন তার ইটালী সফর সংক্ষিপ্ত করতে হচ্ছে; যার মধ্যে ছিল পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ। এদিকে ইয়াৎসেনিউককে পোপ বলেছেন ইউক্রেনে শান্তি আনয়নে তিনি যতটুকু সম্ভব করবেন।
অপর এক খবরে বলা হয়েছে রাশিয়া সমর্থিত বাহিনীর হাতে ন্যাটো গোয়েন্দা সন্দেহে আটক একদল আন্তর্জাতিক সেনা পর্যবেক্ষককে মুক্তি দিতে সহায়তা করবে রাশিয়া।
শুক্রবার স্লোভিনস্ক শহরে ভিয়েনা ভিত্তিক সংগঠন Organization for the Security and Cooperation in Europe ((OSCE)) বহনকারী একটি বাস আটক করে রাশিয়া সমর্থিত বাহিনী।
এদিকে শনিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট ওবামা ইউরোপীয়ন নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে ইউক্রেনের সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন।