অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, ৩০ জন নিহত 


পাকিস্তানের কর্মকর্তরা জানান, সোমবার দক্ষিণাঞ্চলীয় পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ওপর ৫০ জন আহত হয়েছেনI সিন্ধ প্রদেশের ধাড়কী শহরের কাছে 'মিল্লাত এক্সপ্রেস' ট্রেনটি লাইনচ্যুত হয়ে মুখোমুখি অন্য একটি এক্সপ্রেস ট্রেন, স্যার সৈয়দ এক্সপ্রেসকে ধাক্কা মারেI

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সহায়তাকারী কর্মীরা উল্টে যাওয়া বগি থেকে লোকজনদের টেনে বের করে আনার প্রয়াস অব্যাহত রেখেছেনI তবে ভারী যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার তৎপরতা বহুলাংশে ব্যাহত হয়I জেলার প্রশাসক বলেন, উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারেI দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছেI

XS
SM
MD
LG