অ্যাকসেসিবিলিটি লিংক

রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ


BD workers
BD workers

রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে দ্বিতীয় বারের মত বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে বলে সদ্য প্রকাশিত বিশ্বব্যাংকের অভিবাসন ও রেমিট্যান্স বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রবাসীরা তাদের নিজ দেশে ৬৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন যা তার আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। এই বিপুল রেমিট্যান্স আয়ের অর্ধেকের বেশি অর্থাৎ ৩৩৫ বিলিয়ন ডলার এসেছে শীর্ষ ১০টি দেশে বলে উল্লেখ করে বিশ্ব ব্যাংক বলেছে গত বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০১৭ সালে ছিল ১৩ বিলিয়ন ডলার। তবে উভয় বছরেই রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে নবম।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, গতবছর সবচেয়ে বেশি রেমিট্যান্স পেয়েছে ভারত, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে দশম অবস্থানে রয়েছে ইউক্রেন । ২০১৯ সালেও রেমিট্যান্স প্রবাহের এ অবস্থা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG