প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ও অন্যান্যরা, গত সপ্তাহে স্বাক্ষরিত করোনা প্যাকেজের ব্যাখ্যা দিতে বিভিন্ন রাজ্য সফর করবেনI তাদের বোঝাবেন এই অর্থ কি ধরণের কাজে আসবেI এটাও জানাবেন যে রিপাব্লিকানদের সংঘবদ্ধ বিরোধিতার মুখে, তাদের জন্য সহায়তা বিলটি পাশ করা হয়েছে, যার সুফল তারা শীঘ্রই পেতে শুরু করবেনI
এই সহায়তা প্যাকেজ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ অর্থনৈতিক সহায়তা প্যাকেজ এবং প্রেসিডেন্ট বাইডেনের জন্য প্রথম আইন সম্বন্ধীয় এক সফলতা, যা রিপাব্লিকানদের বিরোধিতায় শুধুমাত্র ডেমোক্রেটসদের ভোটে অনুমোদিত হয়েছেI রিপাবলিকানরা বিলটি অতিমাত্রায় ব্যায়বহুল বলে এর বিরোধিতা করে, যখন যুক্তরাষ্ট্রে ৫ লক্ষের অধিক লোকের সংক্রমণে মৃত্যু হয়েছেI