ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম এক বাঙ্গালি - প্রণব মুখোপাধ্যায় । সর্ব ভারতীয় প্রেক্ষিতে এর তাত্পর্য্য বিশ্লেষন করলেন নতুন দিল্লিতে নিযুক্ত কলকাতার আনন্দবাজার পত্রিকার ব্যুরো চীফ জয়ন্ত ঘোষাল । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।