অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত 


আদর্শিকভাবে ইসরাইলের রাজনৈতিক দলসমূহ বুধবার, ভঙ্গুর একটি চুক্তিতে পৌঁছায়, যে পরিস্থিতি প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে পারেI 'ইয়েস আটিড' পার্টির প্রধান,, এইর লাপিড, বুধবার গভীর রাতে চূড়ান্ত সময়সীমার এক ঘন্টা আগে জানান যে, তিনি 'কেনেসেটে' সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেনI

নাফতালি বেনেট, যিনি কট্টরপন্থী জাতীয়তাবাদী 'ইয়ামিনা' পার্টির নের্তৃত্ব দিচ্ছেন, লাপিড'র প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন I এই চুক্তি বাস্তবায়িত হলে, নাফতালি বেনেট দু বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেনI

XS
SM
MD
LG