অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান দূতাবাস: বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক নন, বাংলাদেশের তীব্র প্রতিবাদ


Sheikh Mujib
Sheikh Mujib

ঢাকায় পাকিস্তান দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে- এর ভাষ্য মোতাবেক-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক নন; তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি; তিনি চেয়েছিলেন স্বায়ত্বশাসন--এমন বক্তব্য প্রচার করায় বাংলাদেশ পাকিস্তানের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার অপরাহ্নে ঢাকাস্থ পাকিস্তানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র দফতরে তলব করে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ওই প্রতিবাদপত্রে ভবিষ্যতে এ ধরনের ইতিহাস বিকৃতি না করার জন্য ইসলামাবাদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, এ ধরনের ইতিহাস বিকৃতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। পাকিস্তানের রাষ্ট্রদূত ইতোমধ্যে ভিডিওটি মুছে ফেলা হয়েছে বলে বৈঠককালে জানিয়েছেন। এর এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলে বাংলাদেশের পররাষ্ট্র দফতর বলছে। এদিকে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে এই ভাষণ নিবন্ধিত হলো। ১৯৯২ সালে চালু হওয়া ইউনেসকোর এই উদ্যোগে এই পর্যন্ত বিশ্বের ৪২৭টি ঐতিহাসিক দলিল সংরক্ষন করা হচ্ছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG