পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের আলাদা দু’টি আক্রমণে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
করাচীর দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মঘাতী বিস্ফোরক সাঁটা ভেষ্ট পরহিত অস্ত্রধারী ৩জনের একটি দল চীনা কনস্যুলেটের আক্রমণ চালায়। ঐ হামলায় অন্তত ৪জন নিহত হয়।
রেঞ্জার নামে পরিচিত আধা সামরিক বাহিনীমুখপাত্র সাংবাদিকদের জানিয়েছে ভোরের দিকেচীনা কনসুলেটের সামনে একজন আক্রমণকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উঠিয়ে দেয়।কর্নেল ফয়সাল জানান পাকিস্তানী সেনাদের সংগে প্রায় ঘণ্টা খানেক ধরে লড়াইর পর ঐ দুই আক্রমণকারীকে তারা হত্যা করে।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীরা কনসুলেটের অদূরে বিস্ফোরক ও অস্ত্র বোঝাই একটি গাড়ী পার্ক করে রাখে। পুলিশ আক্রমণকারীদের থামানোর আগেই তারা চীনা কনস্যুলেটের দিকে এগিয়ে যায়।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্থান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দল বালুল লিবারেশন আর্মি ঐ আক্রমণের দায়িত্ব স্বীকার করে বোমাসহ আক্রমণকারীদের ছবি ছেপেছে। করাচীর ঐ হামলার কয়েক ঘণ্টা পর উত্তরপশ্চিমাঞ্চলের ওরাকজাই অঞ্চলে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে অন্তত ৩০জনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৪০জন আহত হয়েছে।