তিন আমেরিকান বিজ্ঞানীকে, চিকিৎসা বিজ্ঞানে ২০১৭ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়।
সার্কেডিয়ান ছন্দ বা দেহঘড়ি যে ভাবে নিয়ন্ত্রিত হয় তার সূত্র উদঘাটনের জন্য জেফ্রি হল, মাইকেল রোসব্যাস এবং মাইকেল ইয়ং নোবেল পুরস্কার পেলেন।
ওই তিন বিজ্ঞানী কোষের যে জিনটি দেহঘড়ি নিয়ন্ত্রণ করে সেটিকে শনাক্ত করেন।
মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।